পরীমনির বিরুদ্ধে ফের নাসিরের মামলা | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুলাই ০৭, ২০২২

পরীমনির বিরুদ্ধে ফের নাসিরের মামলা | সময় সংবাদ

 

"পরীমনির বিরুদ্ধে ফের নাসিরের মামলা | সময় সংবাদ"

নিজস্ব প্রতিবেদক  


হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে ফের আদালতে মামলা করা হয়েছে।


বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট রাজীব হাসানের আদালতে ঢাকার সাভারের বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ বাদী হয়ে মামলা করেন।


এদিন বাদীর জবানবন্দি গ্রহণ করেন। শুনানি শেষে আদালত মামলার বিষয়ে আদেশের জন্য আগামী ১৮ জুলাই নির্ধারণ করেছেন। 

মামলায় পরীমনি ছাড়াও তার দুই সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমকে আসামি করা হয়েছে।


মামলার অভিযোগে বলা হয় , ২০২১ সালের ৯ জুন রাতে পরিমণি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢোকেন এবং দ্বিতীয় তলার ওয়াশরুম ব্যবহার করেন। পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। এরপর তারা নাসিরউদ্দিন মাহমুদকে মারধর ও হত্যার হুমকি দেন ও ভাঙচুর করেন।


এর আগেও পরীমনির বিরুদ্ধে মামলা করেন জাতীয় পার্টির নেতা ব্যবসায়ী নাসিরউদ্দিন।




Post Top Ad

Responsive Ads Here