
"৯টা থেকে ৩টা অফিস করার কথা ভাবছে সরকার: জ্বালানি উপদেষ্টা | সময় সংবাদ "
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, বিদ্যুৎ সাশ্রয় করতে অফিসের সময় সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত করার কথা ভাবছে সরকার।
বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, যারা বেআইনিভাবে বিদ্যুৎ ব্যবহার করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। দেশে ৫০০ মেগাওয়াটের বেশি লোডশেডিং হবে না। কখন কোথায় লোডশেডিং হবে তা জানিয়ে দেওয়ার জন্য আগামী সাতদিনের মধ্যে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো অ্যাপ তৈরি করবে।
এ সময় তিনি অতিরিক্ত আলোকসজ্জা না করা, ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে এসি না চালানো ও বিয়ের অনুষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করার আহ্বান জানান।
