বিকল ট্রাকে পিকআপের ধাক্কা, প্রাণ গেল ২ ব্যবসায়ীর | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুলাই ০৭, ২০২২

বিকল ট্রাকে পিকআপের ধাক্কা, প্রাণ গেল ২ ব্যবসায়ীর | সময় সংবাদ

 

"বিকল ট্রাকে পিকআপের ধাক্কা, প্রাণ গেল ২ ব্যবসায়ীর | সময় সংবাদ"

ঝিনাইদহ প্রতিনিধি 


ঝিনাইদহের কালীগঞ্জে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ২টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের খয়েরতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার খয়েরতলা এলাকায় একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। যশোরগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এ সময় পিকআপের সামনে বসে থাকা দুই মাছ ব্যবসায়ী লুৎফর রহমান ও ওহিদুর রহমান গুরুত্বর আহত হন।



 

পুলিশ তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর সেখানে অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত লুৎফর রহমান সাতক্ষীরা জেলার শ্যামনগর ও ওহিদুর রহমান যশোরের চাঁচড়া এলাকার বাসিন্দা।


কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশীদ জানান, ঘটনাস্থলে একটি বিকল ট্রাকের পেছন দিকে অপর একটি পিকআপ আঘাত করে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। নিহতদের মধ্যে দুইজনই ব্যবসায়ী।




Post Top Ad

Responsive Ads Here