চিংড়ির ঘের থেকে উঠছে গ্যাস, পরীক্ষা-নিরীক্ষা করবে বাপেক্স | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুলাই ০৬, ২০২২

চিংড়ির ঘের থেকে উঠছে গ্যাস, পরীক্ষা-নিরীক্ষা করবে বাপেক্স | সময় সংবাদ

 

"চিংড়ির ঘের থেকে উঠছে গ্যাস, পরীক্ষা-নিরীক্ষা করবে বাপেক্স | সময় সংবাদ"

বাগেরহাট প্রতিনিধি 


বাগেরহাটের মোংলার একটি মৎস্য ঘেরে গ্যাস ওঠার স্থানটি পরিদর্শন করেছে বাপেক্সের প্রতিনিধি দল।


বাপেক্সের নিয়ন্ত্রণাধীন খুলনার সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন) মো. তৌহিদুর রহমান মঙ্গলবার (৫ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার মিঠাখালী গ্রামের পূর্বপাড়ার দেলোয়ার শেখের চিংড়ি ঘেরের গ্যাস উদগিরণস্থল পরিদর্শন করেন।

 

তিনি বলেন, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশনায় জরুরি ভিত্তিতে মঙ্গলবার বিকেলে গ্যাস উদগিরণস্থলটি পরিদর্শন করেছি। এখানে পকেট গ্যাস হিসেবে মনে হচ্ছে। এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না- এটি উপরের নাকি নিচের গ্যাস। আমি ফিরে বাপেক্স কর্তৃপক্ষকে বিষয়টি প্রতিবেদন আকারে জানাবো। দুই-একদিনের মধ্যে বাপেক্সের জিওলজিক্যাল বিশেষজ্ঞ দল এসে গ্যাসের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন। তারপরই পরবর্তী ব্যবস্থা নেবে বাপেক্স। 


তিনি আরো বলেন, সরেজমিনে দেখে ও শুনলাম ৫/৬ বছর ধরে যেভাবে গ্যাস উঠছে তাতে এখানে গ্যাসের মজুতের সম্ভাবনা দেখা যাচ্ছে। 


এদিকে গ্যাসের এ উদগিরণ ও এর ব্যবহার দেখার জন্য দূরদূরান্ত থেকে প্রতিদিন শত শত মানুষ সেখানে ভিড় করছেন। তবে দুর্ঘটনা এড়াতে আপাতত এই গ্যাস দিয়ে রান্না বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।




Post Top Ad

Responsive Ads Here