ঈদুল আজহায় আলোকসজ্জা নয়, জামাতে মাস্ক বাধ্যতামূলক | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুলাই ০৭, ২০২২

ঈদুল আজহায় আলোকসজ্জা নয়, জামাতে মাস্ক বাধ্যতামূলক | সময় সংবাদ

 

"ঈদুল আজহায় আলোকসজ্জা নয়, জামাতে মাস্ক বাধ্যতামূলক | সময় সংবাদ"

নিজস্ব প্রতিবেদক


করোনাভাইরাস সংক্রমণ রোধে পবিত্র ঈদুল আজহার জামাতে স্বাস্থ্যবিধি মানতে মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্বাস্থ্যবিধি প্রতিপালন সংক্রান্ত ৮টি নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না। প্রত্যেককে বাসা থেকে ওজু করে ঈদগাহ ও মসজিদে যেতে হবে। করোনাভাইরাস সংক্রমণ রোধ নিশ্চিতকল্পে মসজিদ ও ঈদগাহের ওজুখানায় সাবান বা হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। ঈদের জামাতে মুসল্লিদের বাধ্যতামূলক মাস্ক পরে আসতে হবে।



 

আরো বলা হয়েছে- মসজিদ অথবা ঈদগাহে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না। ঈদের নামাজ আদায়ের সময় কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। জামাতে দুই কাতারের মাঝে এক কাতার ব্যবধান রাখতে হবে। পশু কোরবানির ক্ষেত্রে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করতে হবে।


পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ তায়ালার দরবারে খতিব ও ইমামদের দোয়া করার জন্য অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এছাড়া নির্দেশনা বাস্তবায়নে খতিব, ইমাম এবং মসজিদ পরিচালনা কমিটি ও স্থানীয় প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে।




Post Top Ad

Responsive Ads Here