এবার কোরবানি দিচ্ছেন না পরীমনি | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুলাই ০৭, ২০২২

এবার কোরবানি দিচ্ছেন না পরীমনি | সময় সংবাদ

 

"এবার কোরবানি দিচ্ছেন না পরীমনি | সময় সংবাদ"

বিনোদন প্রতিবেদক 


গত বছর প্রিয় কর্মস্থল বিএফডিসিতে ছয়টি গরু কোরবানি দেন চিত্রনায়িকা পরীমনি। অথচ এবার এফডিসিতে তিনি কোরবানি দেবেন না বলে জানিয়েছেন।

২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত প্রতি বছর একটি করে গরু বাড়িয়ে এফডিসিতে কোরবানি দিয়ে এসেছিলেন এই নায়িকা। তারই ধারাবাহিকতায় গত বছর ছয়টি গরু কোরবানি দেন পরীমনি। কিন্তু গত বছর এফডিসির ভেতর নিষেধাজ্ঞা থাকায় পরীমনি বাইরে কোরবানি দেন। 


এবার কেন পরীমনি এফডিসিতে কোরবানি দিচ্ছেন না পরিষ্কার করে না-বললেও এফডিসির গুটিকয়েক মানুষের প্রতি তার যে ক্ষোভ রয়েছে তা আড়াল করেননি। জীবনের খারাপ সময়ে সহকর্মী কারো সহযোগিতা পাননি পরী। হয়তো এ জন্যই তার এই ক্ষোভ।


এদিকে ২০২১ সালের অক্টোবরে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন পরীমনি। চলতি বছরের ১০ জানুয়ারি হঠাৎ অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন তিনি। বর্তমানে অনাগত সন্তানের অপেক্ষায় আছেন এই নায়িকা। সব কিছু ঠিক থাকলে আসছে অক্টোবরে রাজ-পরীর ঘর আলোকিত করে আসবে তাদের প্রথম সন্তান।


বর্তমানে পরীমনি অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে চয়নিকা চৌধুরীর ‘কাগজের বউ’, আবু রায়হান জুয়েলের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, অরণ্য আনোয়ারের ‘মা’, শফিক হাসানের ‘বাহাদুরি’সহ চারটি সিনেমা। এ ছাড়াও নির্মাণাধীন রয়েছে ‘প্রীতিলতা’ ও ‘বায়োপিক’ সিনেমাগুলো।





Post Top Ad

Responsive Ads Here