বৃষ্টিতে যানজট: ঢাকা-আশুলিয়া সড়ক এড়িয়ে চলার পরামর্শ পুলিশের | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুলাই ০৬, ২০২২

বৃষ্টিতে যানজট: ঢাকা-আশুলিয়া সড়ক এড়িয়ে চলার পরামর্শ পুলিশের | সময় সংবাদ

 

"বৃষ্টিতে যানজট: ঢাকা-আশুলিয়া সড়ক এড়িয়ে চলার পরামর্শ পুলিশের | সময় সংবাদ"

নিজস্ব প্রতিবেদক 


রাজধানী ঢাকাসহ এর আশপাশের এলাকায় রাত থেকেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে ঢাকা-আশুলিয়া সড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট এড়াতে আপাতত সড়কটি ব্যবহারে এড়িয়ে চলার পরামর্শ জানিয়েছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ।


ডিএমপি সূত্রে জানা যায়, বৃষ্টির কারণে ঢাকা-আশুলিয়া সড়কে শত শত গাড়ি আটকে রয়েছে। সড়কটি সম্পূর্ণ ব্লক হয়ে গেছে। এই যানজটের প্রভাব পড়ছে সাভার ও ঢাকা মহানগরেও। এরই মধ্যে রাজধানীতেও যানজট সৃষ্টি হয়েছে। তাই এই যানজট নিরসনে আপাতত ঢাকা-আশুলিয়া সড়ক ব্যবহার না করতে ডিএমপি অনুরোধ জানিয়েছে।

 

বুধবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, বৃষ্টির কারণে ঢাকা-আশুলিয়া রোডে গাড়ির ধীরগতি ও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তাই এই সড়কটি আপাতত ব্যবহার না করে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হলো। এতে যানজট এড়ানো সম্ভব হবে এবং ট্রাফিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।





Post Top Ad

Responsive Ads Here