বেড়েছে প্রেমের আমদানি! | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ০৯, ২০২২

বেড়েছে প্রেমের আমদানি! | সময় সংবাদ

 

"বেড়েছে প্রেমের আমদানি! | সময় সংবাদ"

জগলুল হায়দার


প্রেম মানে না কোনো শাসন-বারণ। প্রেম মানে না কোনো সীমানা ও ভূখণ্ড। সাত সাগর তের নদী পেরিয়ে প্রেমিক-প্রেমিকার মিলনেই যেন প্রেমের সার্থকতা। এমন মর্মার্থে প্রায়ই বাংলাদেশে ছুটে আসছেন বিদেশি প্রেমিক-প্রেমিকা। এসব ঘটনা দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করলেও এর নেতিবাচক প্রভাব রয়েছে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি প্রেমের টানে বিদেশিদের বাংলাদেশে আগমন আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন তারা।

বিশেষজ্ঞদের অভিমত, প্রেমের টানে যারা বাংলাদেশে ঢুকছেন তাদের অধিকাংশই লোভী প্রকৃতির একটি চক্র। চক্রটি বিভিন্ন দেশের ধনী ছেলে-মেয়েদের টার্গেট করে। পরে টার্গেট মিস হলে তারা আবার নিজ দেশে ফিরে যান। বিষয়টি নিয়ে দেশবাসীর সচেতন হওয়ার এখনই মোক্ষম সময়।



 

তারা বলেন, প্রযুক্তির বদৌলতে এসব সম্পর্কের দ্রুত প্রসার ঘটছে। 


গত ৫ আগস্ট প্রেমের টানে বরগুনা জেলার তালতলী উপজেলার জেলা পরিষদের ডাক বাংলোতে অবস্থান নেন ভারতের তামিলনাডু থেকে আসা যুবক প্রেমকান্ত। ভারতীয় এই যুবক জানান, প্রেমিকা ও তার বাবা-মায়ের সঙ্গে দেখা করা ছাড়া তিনি নিজ দেশে ফিরবেন না।


গত ১৮ জুলাই প্রেমের টানে গাজীপুরের জোলারপাড় এলাকার জাহাঙ্গীর আলমের বাড়িতে ছুটে আসেন মালয়েশিয়ান যুবতী। পরে তাদের বিয়ে হয় ধুমধাম করে। মসজিদে অনুষ্ঠিত এই বিয়েতে হাজির হয়ে গ্রামবাসী আনন্দ উল্লাস করেন।


একই জেলার শ্রীপুর উপজেলার বরমী কুমারভিটা এলাকায় ইমরান খান নামে এক যুবকের প্রেমের টানে আমেরিকা থেকে লিডিয়া লুজা নামে এক তরুণী বাংলাদেশে ছুটে আসেন।


ব্রাজিলিয়ান কন্যা জেইসা ওলিভেরিয়া সিলভার ও তার স্বামী সঞ্জয় ঘোষ

ব্রাজিলিয়ান কন্যা জেইসা ওলিভেরিয়া সিলভার ও তার স্বামী সঞ্জয় ঘোষ



গত ১১ জুলাই ভোরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।


লিডিয়া লুজা খান ভোরে বিমানবন্দরে পৌঁছালে বরমীর যুবক ইমরান খান তাকে স্বাগত জানিয়ে বাড়িতে তোলেন। ঈদের পরদিন ভিনদেশি এক তরুণী পারিবারিক সদস্য হয়ে আসায় ওই পরিবারের লোকজনের ঈদ কেটেছে একটু ভিন্ন স্বাদে।


প্রেমের টানে হাজার মাইল পাড়ি দিয়ে রাজশাহী আসেন ২০ বছর বয়সী মালয়েশিয়ান তরুণী স্যান্ডি। মন দেওয়া-নেওয়ার পর অবশেষে গাঁটছড়া বাঁধেন প্রেমিক জুলফিকারের সঙ্গে।


জুলফিকার রাজশাহী মহানগরীর বিনোদপুর এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে। জুলফিকার প্রায় ৮ বছর আগে পড়ালেখার জন্য মালয়েশিয়ায় যান। সেখানে পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন একটি চাকরিও করতেন। ওই সময় জুলফিকারের সঙ্গে পরিচয় হয় এই তরুণীর।




Post Top Ad

Responsive Ads Here