উত্তাল সমুদ্রে ট্রলারডুবি, নিখোঁজ ৫ ট্রলার | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ০৯, ২০২২

উত্তাল সমুদ্রে ট্রলারডুবি, নিখোঁজ ৫ ট্রলার | সময় সংবাদ

 

"উত্তাল সমুদ্রে ট্রলারডুবি, নিখোঁজ ৫ ট্রলার | সময় সংবাদ"

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 


বৈরি আবহাওয়ায় কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে এফবি আনোয়ার ও এফবি সুজন নামে দুটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। 

দুই ট্রলার থেকে সিরাজুল ইসলাম (৫০) ও সিদ্দিক প্যাদা (৫৫) নামে দুই জেলে নিখোঁজ হয়। 



 

ভোরে সমুদ্র থেকে তীরে ফেরার পথে পায়রা বন্দরের শেষ ফেয়ার বয়া সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া অর্ধশতাধিক জেলে নিয়ে এখনো সাগরে নিখোঁজ রয়েছে মহিপুর ঘাটের অন্তত ৫ টি মাছধরা ট্রলার। 


ট্রলার ডুবির বিষয়টি নিশ্চিত করেছেন ওই দুই ট্রলারের মালিক আনোয়ার ও সুজন। আর ট্রলার নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর ও আলীপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা। 


উদ্ধারকৃত জেলেদের মহিপুর স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিখোঁজ ওই দুই জেলের মধ্যে সিদ্দিক প্যাদার বাড়ি গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নে। এছাড়া সিরাজুল ইসলামের বাড়ি রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের কাজী কান্দা গ্রামে। 


উদ্ধার হওয়া এফবি সুজন ট্রলারের মাঝি কাওসার জানান, গতকাল রাতে প্রচণ্ড বাতাসের সঙ্গে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ২৪ জন জেলে নিয়ে তাদের ট্রলার দুটি উল্টে ডুবে যায়। এ সময় অন্য একটি ট্রলারের সাহায্যে ২২ জেলে উদ্ধার হলেও নিখোঁজ হয় সিরাজুল ও সিদ্দিক। পরে আজ দুপুরে তাদের সমুদ্র থেকে তীরে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করা হয়। 


মহিপুর ও আলীপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, গতকাল থেকে ৮টি ট্রলার নিখোঁজ ছিলো। এর মধ্যে ২ টি ডুবে গেলে ১ টির সন্ধান পাওয়া গেছে। আর ৫ টি এখনো নিখোঁজ রয়েছে। তাদের সঙ্গে আজ বিকেল ৪টা পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। মূলত ঝড়ের কবলে এসব ট্রলার ডুবি এবং নিখোঁজ হয়েছে। মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে।




Post Top Ad

Responsive Ads Here