
"নাতিকে নিয়ে বাড়ি ফেরা হলো না দাদার | সময় সংবাদ"
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নরুল আমিন হাওলাদার নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউপির ছোটপুল (ব্রিজ) সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নরুল আমিন ভবানীগঞ্জ ‘বড়-বাড়ির’ আবদুর শহীদের বড় ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। আহত আট বছরের শিশু রাহি নিহতের নাতি। অপর মোটরসাইকেল আরোহী কামাল হোসেন একই ইউপির (চরউভতি) চকবাজার এলাকার আলমগীরের ছেলে।
জানা গেছে, নরুল আমিন ও নাতি রাহিকে নিয়ে মোটরসাইকেলযোগে চরভূতি গ্রাম থেকে বাড়িতে ফিরছিলেন। পথে ‘ভবানীগঞ্জ বাজার টু রিফজী মার্কেট সড়কের’ ছোটপুল (ব্রিজ) নামক স্থানে পৌঁছালে অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে গুরুতর আহত হয় শিশু রাহি ও মোটরসাইকেল আরোহী নরুল আমিন ও কামাল। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক নুরুল আমিনকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনকে ভর্তি করেন। এতে দুটি মোটরসাইকেলের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক মো. আরমান হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় তিনজনকে আনা হয়েছে। এর মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয়। অন্য দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
