ফরিদপুরে কুমার নদে নৌকাবাইচে হাজারো মানুষের সমাগম | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Monday, September 26, 2022

ফরিদপুরে কুমার নদে নৌকাবাইচে হাজারো মানুষের সমাগম | সময় সংবাদ

ফরিদপুরে কুমার নদে নৌকাবাইচে হাজারো মানুষের সমাগম | সময় সংবাদ


নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার তেলজুড়ীর কুমার নদে সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। এ উৎসব দেখতে নদীর দুই পাড়ে হাজারো মানুষ ভিড় জমান।


১৫০ বছরের ঐতিহ্যবাহী এই নৌকাবাইচে সকাল থেকেই শেখর ইউনিয়নের তেলজুড়ীর কুমার নদের পাড়ে লোকজন আসতে থাকে।


নৌকাবাইচ প্রতিযোগিতা ও মেলা কমিটির সভাপতি, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ডেভিড সিকদার।


এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ফরিদপুর জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ওমর হাফিজ মুক্তি, তেলজুড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি সৈয়দ শাকির আহম্মেদ, তেলজুড়ী বাজার বণিক সমিতির সভাপতি উবায়দুর রহমান, নৌকা বাইচ উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শাফিকুর রহমান, ছাত্রনেতা পারভেজ আজাদ সজল প্রমুখ।


স্থানীয় বাসিন্দা ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর হাফিজ মুক্তি বলেন, প্রায় ১৫০ বছরের পুরনো ঐতিহ্যবাহী নৌকাবাইচ এটি। ছোট-বড় ১০টি নৌকা অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তবে এবার বর্ষার পানি কম। পানির অভাবে প্রতিযোগীদের নৌকা চালাতে একটু সমস্যা হয়েছে।


এ উৎসব ঘিরে নদীর দুই পাড়ে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। বসানো হয় গ্রাম্য মেলা। দুপুর ১২টা থেকেই নদীর পাড়ে মানুষের ভিড় বাড়তে থাকে। এ উপলক্ষ ঘিরে অত্র এলাকার গ্রামগুলোতে কয়েকদিন আগে থেকেই বেড়াতে আসছেন স্বজনরা। সব মিলিয়ে পুরো এলাকাতেই একটা সাজ সাজ রব পড়ে যায়। এখানে দীর্ঘদিন ধরে এ উৎসব চলে আসছে।


নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী প্রত্যেক দলকে পুরস্কার হিসেবে ফ্রিজ দেওয়া হয়।




No comments: