![]() |
মধুখালী উপজেলা মহাসড়ক থেকে ৩০ কেজি গাজা উদ্ধার | সময় সংবাদ |
নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালী পৌরসভায় পাশে অবস্থিত মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের বিপরীতে ঢাকা-খুলনা মহাসড়কের উপর থেকে ইগল পরিবহন থেকে ৩০ কেজি গাজা উদ্ধার করা হয়েছে।
মধুখালী থানার এসআই চম্পক বড়ুয়া সঙ্গীয় ফোর্স সহ রাতে টহল ও মাদক উদ্ধার ডিউটি করাকালীন সময় রাত আড়াইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি করাকালে খাগড়াছড়ি গামী ইগল পরিবহন থেকে ৩০ কেজি গাজা উদ্ধার করা হয়।
এ সময় তিন জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয় । আটককৃতরা হল সাজ্জাদ শিকদার (৩৯),পিতা ছলিম শিকদার সাং-দিঘল, থানা-শালিথা, জেলা-মাগুরা, আবু রায়হান (৪৫),পিতা আব্দুর রাজ্জাক, সাং পূর্ব বারান্দিপাড়া, থানা কোতোয়ালী।
এ ব্যাপারে মধুখালী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়। মামলা নং :০১ তারিখ: ০১-১২- ২০২২ইং।উদ্ধার হওয়া গাজার পরিমান ৩০ কেজি যার আনুমানিক মূল্য ৬,০০,০০০ টাকা।
মোঃরিফাত ইসলাম/নাজমুল হাসান
No comments:
Post a Comment