![]() |
মেহেরপুরে ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর এর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন | সময় সংবাদ |
মেহের আমজাদ,মেহেরপুর:
মেহেরপুরের ঐতিহ্যবাহী সংগঠন ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর এর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর ২০২২) সন্ধ্যায় মেহেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও সংগঠনের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শিল্প সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা স্রোত এর ১৮৭তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।
ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর এর আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর এর সভাপতি আলহাজ¦ অ্যাড. এম. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর এর প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক খাঁন, বি.এম.এ-এর মেহেরপুর জেলা শাখার সভাপতি ডাঃ এম.এ.বাশার,কবি,প্রাবন্ধিক ও গবেষক ড. গাজী রহমান,মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি ও ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর এর সহ-সভাপতি নূরুল আহমেদ,মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক,লেখক ও প্রাবন্ধিক আবদুল্লাহ আল-আমিন, মেহেরপুর প্রেসক্লাব এর সভাপতি ফারুক হোসেন।
ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর এর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী এর অনুষ্ঠানে ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর এর সাধারণ সম্পাদক মেহের আমজাদ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর এর সহ-সভাপতি ও মেহেরপুর প্রেসক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক সুশীল চক্রবর্ত্তী, সাংস্কৃতিক কর্মি শাশ্বত নিপ্পন প্রমুখ। অনুষ্ঠানের ২য় পর্বে কবিতা পাঠের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কবি সহিত্যিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।