ফরিদপুরের বিশ্ব এইডস দিবস পালন | সময় সংবাদ
নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুরে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগ ও এনজিও সমূহের উদ্যোগে বৃহস্পিতিবার সকাল ৯ টায় একটি রেলি ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
ফরিদপুর সদর হাসপাতাল থেকে অনুষ্ঠিত এই র্যালিটি শহর প্রদক্ষিন শেষে আলোচনা সভা শুরু হয়।এবারের স্লোগান ছিল অসমতা দূর করি, এইডস মুক্ত সমাজ গড়ি।
ফরিদপুরের সিভিল সার্জন ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাক্তার তনসীর জুবায়ের, অনুষ্ঠানে পাওয়ার পয়েন্টের মাধ্যমে আলোচনা করেন ডাক্তার এ কে এম আহসানুজ্জামান, মেডিকেল অফিসার , অনুষ্ঠান মুক্ত আলোচনা বক্তব্য রাখেন লাইট হাউসের কর্মকর্তা বাকিবিল্লাহ খান পলাশ।
শাপলা মহিলা সংস্থার কর্মকর্তা চঞ্চলা মন্ডল অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোহাম্মদ ওয়াহেদুল ইসলাম।
অনুষ্ঠানে এইডস এর ভয়াবহতা তুলে ধরে আলোচনা করা হয়। এবং এইডস মুক্ত সমাজ গঠনে সবার সার্বিক সহযোগিতা কামনা করা হয়। এবং এ ব্যাপারে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান করা হয়।
মোঃরিফাত ইসলাম