দোয়ারাবাজারে সরকারি সম্পত্তি প্রভাবশালীর দখলে
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
দোয়ারাবাজারে সরকারি সম্পত্তি দখলে রেখেছে প্রভাবশালী। উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ইদনপুর গ্রামের মৃত মোজাফর আলীর পুত্র নজির হোসেন ।
এদিকে একই গ্রামের নিরীহ এক নারী রহিমা বেগম মায়া আবেদন করেও ৩ শতক ভূমি বন্দোবস্ত পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। এ নিয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোন প্রতিকার মিলছে না তাঁর।
বুধবার বিকেলে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে স্থানীয় শ্যামলবাজারে নিরীহ ভূমিহীন হিসেবে ২ শতক ভূমি বন্দোবস্ত নিয়ে বসতভিটা করে বসবাস করছি। এর নিকটবর্তী আরও সরকারি সম্পত্তি রয়েছে। চলাচল রাস্তা এবং বসতভিটের জন্য আরও ৩ শতক ভূমি আমার প্রয়োজন। অনেক আগেই আমি বন্দোবস্তের আবেদন করে রেখেছি। কিন্তু সম্প্রতি একই গ্রামের প্রভাবশালী নজির হোসেন আমার আবেদনকৃত সম্পত্তি জোরপূর্বক দখল করার পায়তারা শুরু করে এবং ওই ভূমিতে বালিমাটি ফেলে। নজির হোসেন এলাকায় চিহ্নিত একজন আদম ব্যবসায়ী। এ নিয়ে তার বিরুদ্ধে ভূমি অফিসে অভিযোগ করলে এসিল্যান্ড বালি ফেলতে তাকে নিষেধ করেন। নজির হোসেন প্রশাসনের কথা শোনেনি। প্রশাসনে অভিযোগ দেওয়ায় তিনি আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছেন। বর্তমানে সেখানে বিল্ডিং নির্মাণ করতে নজির হোসেন রড সিমেন্ট ও মালামাল এনে জমা করছেন। সে কারও নিষেধাজ্ঞা মানছে না।
অন্যদিকে জমি বন্দোবস্তের আবেদন তুলে নিতে নানাভাবে আমাকে হুমকি ধমকি দিয়ে আসছে। তার অত্যচার নির্যাতনে আমি এখন নিরাপত্তাহীনতায় রয়েছি। আমি জমি বন্দোবস্ত পেতে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।
জানতে চাইলে উপজেলা সহকারি কমিশনার ভূমি ফয়সাল আহমেদ বলেন, সম্পত্তি নিয়ে মামলা চলছে। এই জমি লিজ দেওয়া যাবে না#