![]() |
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত |
মোঃরিফাত ইসলাম,ফরিদপুর:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলাধীন ঢাকা- খুলনা মহাসড়কের সুয়াদি সিসিবিএল পাম্পের সামনে ঢাকা থেকে আগত বি এম লাইন পরিবহন প্রাইভেট লিমিটেড এবং বিপরীতমুখী গ্রীন লাইন পরিবহন (যার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ব ১৫-০২৭৫) ধাক্কা দিলে শেফালী রানী মিস্ত্রি নামে এক মহিলা ঘটনাস্থলেই মারা যান।
আজ বুধবার(৭ ডিসেম্বর) সকাল ১১ টায় দুর্ঘটনাটি ঘটে।ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত যাত্রী শেফালী রানীর বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার কুমারখালী গ্রামে। তার স্বামীর নাম কেশব মিস্ত্রি।
ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত শেফালী রানী মিস্ত্রির লাশ উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন এবং মৃত্যুর সুরতহাল রিপোর্ট তৈরী করেন। বর্তমানে লাশটি ভাঙ্গা হাইওয়ে থানা হেফাজতে আছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।