ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে নিন্ম আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে ফরিদপুর শহর আওয়ামীলীগের আয়োজনে শহরের ২২ নং ওয়ার্ডের কমলাপুর এলাকায় ৪০০ মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা একে আজাদ।
ফরিদপুর শহর আওয়ামলীগের আহ্বায়ক মনিরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শওকত আলী জাহিদ, শহর আওমীলীগর যুগ্ম আহায়ক মনিরুজ্জামান, জেলা মহিলা লীগের সাধারন সম্পাদক নুসরাত জাহান তানিয়া প্রমুখ।
এসময় অতিথিরা নিন্ম আয়ের মানুষের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি তেল ও ১ কেজি ডাল বিতরণ করেন।