ফরিদপুর-১ আসনে আওয়ামীলীগের পক্ষে মাঠ চষে বেড়াচ্ছেন মুশা মিয়া - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুলাই ১০, ২০২৩

ফরিদপুর-১ আসনে আওয়ামীলীগের পক্ষে মাঠ চষে বেড়াচ্ছেন মুশা মিয়া

 



ফরিদপুর প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ফিরিস্তি নিয়ে ছুটে চলছেন মোশারফ হোসেন মুশা মিয়া।

তিনি রোবার সকাল থেকে রাত পর্যন্ত ফরিদপুরের মধুখালী উপজেলার কয়েকটি ইউনিয়নের বিভিন্ন গ্রামগঞ্জে গিয়ে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এই প্রচারণা কাজে অংশ নেন।


ফরিদপুর-১ নির্বাচনী এলাকা ( বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা) নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা চার লক্ষ আশি হাজার ১৭ জন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা দুই লক্ষ ছয়চল্লিশ হাজার ১০৬ আর নারী ভোটার রয়েছে দুই লক্ষ ৩৩ হাজার ৯১১ জন।


এই আসনের আগামী জাতীয় নির্বাচনে আওয়ামীলীগে মনোনয়ন চেয়ে সরকারের উন্নয়নের প্রচার প্রচারণা কাজে অংশ নিচ্ছেন এই বীর মুক্তিযোদ্ধা এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া।


তিনি বোয়ালমারী উপজেলা পরিষদের পর পর তিন বারের নির্বাচিত চেয়ারম্যান। এছাড়াও তিনি গত ৩৫ বছর ওই উপজেলার আ' লীগের সাধারন সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করছেন।


রোববার ফরিদপুর-১ সংসদীয় আসনের মধুখালী উপজেলার নওয়াপাড়া, বাগাট ইউনিয়নের গ্রামগঞ্জে গিয়ে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে কথা বলছেন তিনি।


এসময় তিনি সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রাখতে আবারো নৌকা প্রতীকে ভোট চান।


এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌর কাউন্সিলর আব্দুল মান্নান মোল্লা, শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসরাফিল মোল্লা , স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাকের ইদ্রিস, সাতৈর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মজিবুর রহমান সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


এ সকল স্থানে গণসংযোগ কালে তিনি বলেন,বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল বলেই উন্নয়নে ধাবিত হয়েছে। পদ্মা সেতু, রুপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, গভীর সমুদ্র বন্দর সহ অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে যার মধ্য দিয়ে এদেশ অর্থনীতিতে শক্ত ভিত্তি নিয়ে দাঁড়িয়েছে।


এই ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে অবশ্যই নৌকা প্রতীকে ভোট দিতে হবে।


ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের সকল দ্বন্দ্ব নিরসন করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার সাথে মিলেমিশে কাজ করতে হবে। 



Post Top Ad

Responsive Ads Here