![]() |
নগরকান্দায় নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করে ভস্মীভূত ও জরিমানা |
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দায় পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন ব্যাগ জব্দ করে ভস্মীভূত করা হয়েছে।
উপজেলার পৌর এলাকার সদর বাজারের মুদি দোকান রাকিব ষ্টোর থেকে ১১ বস্তা নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক।
বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করেন। এসময় দোকানের মালিককে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা পলিথিন ব্যাগ আগুনে পুড়িয়ে ভস্মীভূত করা হয়েছে বলে জানা গেছে।
নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক বলেন, আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।