মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১জন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুলাই ০৬, ২০২৩

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১জন

 

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১জন
মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১জন

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের  ঢাকা - মাগুরা মহাসড়কের গোরেদা মোড় নামক স্থানে আজ বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে মাগুরার দিক থেকে আগত গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস যার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ব ১৫-০৬১৫ এবং ঢাকা থেকে যশোর গামী এস. এ.পরিবহনের একটি কাভার্ড ভ্যান যার রেজিস্ট্রেশন ঢাকা মেট্রো উ ১৪-১২৭৩ এর মুখোমুখি সংঘর্ষ হলে ১জন নিহত হয়।


নিহত কাভার্ড ভ্যান ড্রাইভার রাসেল শেখ (৩৫),পিতা- মোহাম্মদ আলী, সাং- চরকান্দা, থানা-কোম্পানীগঞ্জ এবং আহত সেলস সুপারভাইজার মোঃ নুরুন্নবী (৫৫ ), পিতা-মৃত আরিফুর রহমান, সাং-নাওরী, থানা- সোনাইমুড়ী, উভয় জেলা নোয়াখালী। 


দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার রাসেল শেখ কে মৃত ঘোষণা করে।


সেলস সুপারভাইজার নূরন্নবী সামান্য আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।


সংবাদ পেয়ে মধুখালী ফায়ার সার্ভিস ও করিমপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের কার্যক্রম পরিচালনা করেন। দুর্ঘটনায় কবলিত কাভার্ড ভ্যান ও বাস হাইওয়ে থানা পুলিশ হেফাজতে আছে।


মোঃরিফাত ইসলাম

Post Top Ad

Responsive Ads Here