![]() |
সান্তাহারে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার |
আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সান্তাহারের ডাঙ্গাপাড়া নামক স্থানে নির্মানাধীন ব্রীজ এলাকায় ট্রেনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
গতকাল বৃহম্পতিবার সকালে সান্তাহার রেলওয়ে থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে। গত বুধবার গভীর রাতে সান্তাহার ইউনিয়নের ডাঙ্গাপাড়া নামক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ভুতমারা কালিতলাহাট গ্রামের মৃত বাবলু রহমানের ছেলে শুভ ওরফে শুভেচ্ছা (২৬) ও দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বড়খুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে রেজোয়ানূল ইসলাম রেজাউল (৪১)।
পুলিশ সুত্রে জানা যায়, সান্তাহার রেলওয়ে থানাধীন ডাঙ্গাপাড়া নামক এলাকায় রেলওয়ে নির্মানাধীন ব্রীজের পার্শ্বে প্রায় চুরি, ছিনতাইয়ের ঘটনা ঘটে। বুধবার রাতে ওই নির্মানাধীন ব্রীজের নিকট দেশী অস্ত্রশস্ত্র নিয়ে এক ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালায়। এ সময় দেশীয় অস্ত্রসহ দুই জনকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি ছোড়া, একটি হাসুয়া, ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, গ্রেফতার শুভ ও রেজাউলের নামে বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।