বড়াইগ্রামে আড়াই কেজি দইয়ে ১ কেজির হাড়ি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুলাই ১৪, ২০২৩

বড়াইগ্রামে আড়াই কেজি দইয়ে ১ কেজির হাড়ি

 

বড়াইগ্রামে আড়াই কেজি দইয়ে ১ কেজির হাড়ি
বড়াইগ্রামে আড়াই কেজি দইয়ে ১ কেজির হাড়ি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামের বনপাড়াস্থ ঐতিহ্যবাহী শিলা মিষ্টি বাড়ি শাখাতে দই বিক্রিতে প্রতারণা ও ওজনে কম দেওয়ার প্রমাণ মিলেছে। 


 বৃহস্পতিবার দুপুরে অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর এ অভিযান পরিচালনা করেন। 


জানা যায়, আড়াই কেজি দইয়ের দাম নিলেও সেখানে দই রয়েছে মাত্র দেড় কেজি। বাকি প্রায় ১ কেজি (৯৫৬ গ্রাম) মাটির হাড়িটির ওজন। দই বিক্রির সময় হাড়ির ওজন বাদ দেওয়া মাত্র ২৪০ গ্রাম। সেক্ষেত্রে মাটির হাড়িটির দাম নিচ্ছে ১৪০ টাকা। অথচ ওই হাড়িটি কেনা হয়েছে প্রতিটি মাত্র ১৮ টাকায়। দই বিক্রিতে এমন প্রতারণার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে।


এর আগে একই বাজারের উত্তরা কসমেটিকসকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৪৫০০ টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে মেসার্স এআর এন্টারপ্রাইজকে ৫০০০ টাকা এবং একই অপরাধে মেসার্স মহিউদ্দিন ভেটেরিনারি এন্ড ফিড নামক প্রতিষ্ঠানকে ৬০০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সচেতনতামূলক লিফলেট বিতরণ করে। 


Post Top Ad

Responsive Ads Here