ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জেলায় গত ২৪ ঘন্টায় নুতন করে আরো ৭২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে । যা এক দিনে এ মৌসুমের সর্বোচ্চ সংখ্যক ভর্তি রোগীর সংখ্যা।বর্তমানে বিভিন্ন হাসপাতাল হাসপাতালে দেড়'শ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।
আজ বৃহস্পতিবার জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সদর উপজেলার দুটি সরকারি হাসপাতালসহ ৯ উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘন্টায় নতুন করে ৭২ জন রোগীসহ ১৫০ জন রোগী ভর্তি আছে। এখনও কোন রোগী মারা যাওয়ার মত ঘটনা না ঘটলেও পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বলেই মত প্রকাশ করা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ৮৩ জন রয়েছে। জেলায় এ পর্যন্ত ৪৫৭ রোগী ডেঙ্গুর চিকিৎসা নিয়েছেন, এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩০৭ জন।
এছাড়া ডেঙ্গু সচেতনতায় জেলা প্রশাসন, পৌরসভা ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে লিফলেটসহ সচেতনতা মূলক কার্যক্রম চালানো হচ্ছে।
সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান জানান, জ্বর হলে নিজের মত চিকিৎসা না করে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এছাড়া ডেঙ্গু রোগীদের সবসময় মশারী ব্যবহারের পরামর্শ দেন তিনি।