অপ্রীতিকর ঘটনা রোধে সজাগ থাকার আহ্বান জানালেন রাঙামাটির পুলিশ সুপার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫

অপ্রীতিকর ঘটনা রোধে সজাগ থাকার আহ্বান জানালেন রাঙামাটির পুলিশ সুপার

 

অপ্রীতিকর ঘটনা রোধে সজাগ থাকার আহ্বান জানালেন রাঙামাটির পুলিশ সুপার
অপ্রীতিকর ঘটনা রোধে সজাগ থাকার আহ্বান জানালেন রাঙামাটির পুলিশ সুপার

মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

রাঙামাটি: সম্প্রীতি, শান্তি ও ভ্রাতৃত্বের অনন্য দৃষ্টান্ত রাঙামাটিতে যেন কোনোভাবেই অশান্তি বা সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি না হয়—সে বিষয়ে সবার প্রতি সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার।


তিনি বলেন, “রাঙামাটির অমূল্য সম্প্রীতি আমাদের গর্ব। খাগড়াছড়ির কোনো ইস্যুকে কেন্দ্র করে কেউ যাতে রাঙামাটিতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে জন্য বাঙালি ও পাহাড়ি সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”


বর্তমানে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব চলমান। এ সময়ে কোনো অপশক্তি যেন ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে অশান্ত পরিবেশ তৈরি করতে না পারে, সে জন্য সর্বস্তরের জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।


পুলিশ সুপার আরও বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা রেখে শান্ত-স্নিগ্ধ পরিবেশ বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। ঐক্যবদ্ধ থাকলে কোনো অশুভ শক্তি সফল হতে পারবে না।”


তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে রাঙামাটিকে সম্প্রীতির সর্বশ্রেষ্ঠ জেলার মর্যাদা ধরে রাখার আহ্বান জানান।



Post Top Ad

Responsive Ads Here