পাবনায় অনলাইন প্রতারণাকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫

পাবনায় অনলাইন প্রতারণাকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার

 

পাবনায় অনলাইন প্রতারণাকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার

মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

পাবনার সাথিয়া উপজেলার জোরগাছা এলাকা থেকে অনলাইনে ব্যবসায় বিনিয়োগ ও উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারণা চক্রের সক্রিয় সদস্য মো. মিনহাজুল ইসলাম (২৪) কে গ্রেপ্তার করেছে সিআইডি ঢাকা মেট্রো পূর্ব ইউনিট।


প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামি ও তার সহযোগীরা টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে “মারলিং এক্সপ্লোর প্রপার্টি কোম্পানি” নামের ব্যবসার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করতেন। প্রতিটি ভুক্তভোগীকে বিভিন্ন টাস্ক সম্পন্ন করতে বলা হতো এবং তার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করানো হতো। এই পদ্ধতির মাধ্যমে তারা বহু মানুষকে অর্থের ক্ষতি করাচ্ছিল।


ভুক্তভোগী মো. শাহজালাল এরূপ প্রতারণার শিকার হয়ে বিকাশ, নগদ ও ডাচ বাংলা ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে মোট ১২,৮৬,৮৬৯ টাকা হারান। পরবর্তীতে তিনি যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তভার পায় সিআইডি ঢাকা মেট্রো পূর্ব ইউনিট।


সিআইডি আধুনিক প্রযুক্তি ও তথ্য উপাত্তের মাধ্যমে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে এবং তাকে পাবনার সাথিয়া উপজেলার জোরগাছা এলাকা থেকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে রিমান্ডের পর আদালতে প্রেরণ করা হয়েছে।


চক্রের অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনার জন্য তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।


উক্ত তথ্য জানানো হয়েছে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে।



Post Top Ad

Responsive Ads Here