সালথা পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত ডিআইজির পরিদর্শন
শরিফুল হাসান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ট্রাফিক বিভাগ ঢাকা) মোহাম্মাদ সুলাইমান। বুধবার (১ অক্টোবর) দুপুরে তিনি উপজেলার বিভিন্ন মণ্ডপে গিয়ে পূজার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল, সালথা থানার ওসি মো. আতাউর রহমান, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সিনিয়র সাংবাদিক মনির মোল্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অতিরিক্ত ডিআইজি মো. সুলাইমান বলেন, “আমি ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক স্যারের নির্দেশে ফরিদপুর ও রাজবাড়ি জেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করছি। দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করছে। পূজার সময়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গুজব বা মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি না করার জন্য সকলের প্রতি বিশেষ অনুরোধ রইল।”