সালথায় জুয়ার আসরে যৌথ বাহিনীর অভিযান, ৬ জুয়াড়ি গ্রেপ্তার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ০১, ২০২৫

সালথায় জুয়ার আসরে যৌথ বাহিনীর অভিযান, ৬ জুয়াড়ি গ্রেপ্তার

সালথায় জুয়ার আসরে যৌথ বাহিনীর অভিযান, ৬ জুয়াড়ি গ্রেপ্তার
সালথায় জুয়ার আসরে যৌথ বাহিনীর অভিযান, ৬ জুয়াড়ি গ্রেপ্তার



সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় প্রকাশ্যে জুয়া খেলার সময় যৌথ বাহিনীর অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার হয়েছে। বুধবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে।


অভিযানে আটককৃতরা হলেন—ইমরুল মুন্সী, মিন্টু মোল্যা, বাবুল মুন্সী, মিজানুর শেখ, আজিজুল শেখ ও মিরান হোসেন। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৬ হাজার টাকা, চারটি বাটন ফোন, একটি স্মার্টফোন এবং চার সেট তাস উদ্ধার করা হয়।


সেনাবাহিনী সূত্রে জানা গেছে, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ফুলবাড়িয়া এলাকায় নিয়মিতভাবে প্রকাশ্যে জুয়ার আসর বসছে। এ তথ্যের ভিত্তিতেই যৌথ বাহিনী অভিযান চালায়।


গ্রেপ্তারকৃতদের সালথা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।


আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, জুয়া ও এ ধরনের অপরাধ সমাজে অশান্তি ও আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে জনগণের সহযোগিতা কামনা করেছে তারা।



Post Top Ad

Responsive Ads Here