খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ০১, ২০২৫

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

 


মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস. ওয়াইল রামাদান। মঙ্গলবার সন্ধ্যায় গুলশানের বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


সাক্ষাৎকালে বেগম খালেদা জিয়া ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান এবং ব্যাপক প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেন। তিনি অবিলম্বে যুদ্ধ বন্ধের জোর দাবি জানান।


অন্যদিকে, ফিলিস্তিনি রাষ্ট্রদূত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, জিয়াউর রহমানের আমলে বাংলাদেশে ফিলিস্তিনি দূতাবাসের জন্য বিনামূল্যে জমি দেওয়া হয় এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়ার সরকার অনুদান দিয়ে সেখানে ভবন নির্মাণ করে। এটি ছিল ফিলিস্তিনি জনগণের প্রতি বিএনপি সরকার ও জিয়া পরিবারের আন্তরিক ভালোবাসার প্রতিফলন।


এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী ও চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।


বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।



Post Top Ad

Responsive Ads Here