![]() |
দরিদ্র রোগীদের সেবায় সমন্বিত কার্যক্রম হাতে নিচ্ছে সমাজকল্যাণ ও স্বাস্থ্য মন্ত্রণালয় |
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
সরকারি হাসপাতালে দরিদ্র ও অসহায় রোগীদের সহায়তা আরও সহজ ও কার্যকর করতে সমন্বিত উদ্যোগ নিতে যাচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার সচিবালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ‘হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের গুরুত্ব’ শীর্ষক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান বলেন, “হাসপাতালে ভর্তি হওয়া বহু রোগীর চিকিৎসার পাশাপাশি আর্থিক সহায়তা, কাউন্সেলিং ও পুনর্বাসনের মতো সেবা প্রয়োজন হয়। এজন্য দুই মন্ত্রণালয়ের সমন্বিত কার্যক্রম জরুরি।”
সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ জানান, বর্তমানে সারাদেশে ৫৩৮টি ইউনিটে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম চলছে। এর মধ্যে জেলা পর্যায়ে ১১৮টি এবং উপজেলা পর্যায়ে ৪২০টি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র অন্তর্ভুক্ত। প্রতিবছর প্রায় ৬০ হাজার রোগীকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। এ লক্ষ্যে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়।
সভায় জানানো হয়, হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ইতোমধ্যে মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানে শহীদ বা আহত ২ হাজার ৬৩৭ জনকে সহায়তা দেওয়া হয়েছে।
এ সময় আলোচনায় অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা সুলতানাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বিভিন্ন হাসপাতালের পরিচালকবৃন্দ।
সভায় হাসপাতাল সমাজসেবা কার্যক্রমকে আরও দৃশ্যমান করা, রোগীকল্যাণ সমিতির কার্যক্রম সচল রাখা, যাকাত তহবিল থেকে আয় বৃদ্ধি, সেবার ক্ষেত্র সম্প্রসারণ এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পিআরও মাহমুদুল হাসান এক বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন।