মোবারকগঞ্জ চিনিকলের টেন্ডার সিডিউল জমা দিতে বাঁধা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ০১, ২০২৫

মোবারকগঞ্জ চিনিকলের টেন্ডার সিডিউল জমা দিতে বাঁধা

 

মোবারকগঞ্জ চিনিকলের টেন্ডার সিডিউল জমা দিতে বাঁধা
মোবারকগঞ্জ চিনিকলের টেন্ডার সিডিউল জমা দিতে বাঁধা


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলের জ্বালানি কাঠ ও সাইজ কাঠ ক্রয়ের টেন্ডার সিডিউল জমা দিতে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মাহদীর এন্টারপ্রাইজ-এর স্বত্ত্বাধিকারী এস এম মাসুম পারভেজ।


মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা ৫০ মিনিটের দিকে মোবারকগঞ্জ সুগার মিলসের অফিস প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।


অভিযোগে উল্লেখ করা হয়েছে, টেন্ডার সিডিউল জমা দেওয়ার সময় স্থানীয় বলিদাপাড়া এলাকার হাফিজুর রহমান জনি, সাহেব আলী এবং মুন্দিয়া এলাকার নাজমুল হোসেন বাঁধা প্রদান করেন। তারা পথরোধ করে মারমুখী আচরণ করায় নির্ধারিত সময়ে সিডিউল জমা দেওয়া সম্ভব হয়নি। পরে নির্ধারিত সময় দুপুর ১২টা ১০ মিনিট অতিক্রম করার পর বাধা অপসারণ করা হয়।


এস এম মাসুম পারভেজ বলেন, “উন্মুক্ত টেন্ডারে যে কেউ অংশ নিতে পারে। কিন্তু এভাবে বাঁধা দেওয়া অনাকাঙ্ক্ষিত। আমরা যাতে উক্ত টেন্ডারে অংশগ্রহণ করতে পারি, সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চাই।”


অভিযোগে নাম আসা হাফিজুর রহমান জনি বলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না। আমি একজন চিনি ব্যবসায়ী মাত্র।”


কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, “অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”




Post Top Ad

Responsive Ads Here