![]() |
| বাংলাদেশে এটিইউ প্রধানের সাথে মার্কিন এফবিআই কর্মকর্তাদের মতবিনিময় বৈঠক |
মো: নাজমুল হোসেন ইমন:
বাংলাদেশে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) প্রধান রেজাউল করিমের সাথে বাংলাদেশ ও শ্রীলঙ্কায় নিযুক্ত মার্কিন এফবিআই কর্মকর্তাদের এক মতবিনিময় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আন্তর্জাতিক পরিমণ্ডলে সাম্প্রতিক সময়ে সংঘটিত নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় এফবিআই প্রতিনিধি দল এটিইউ’র কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং সন্তোষ প্রকাশ করেন। এছাড়া ভবিষ্যতে সন্ত্রাসবাদ ও উগ্রবাদ দমনে উভয় পক্ষ একসাথে কাজ করার আগ্রহ ব্যক্ত করে।
বৈঠকে উপস্থিত ছিলেন,কেইস ফেরেল, অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাশে, এফবিআই (কলম্বো, শ্রীলঙ্কা),সুসান ফিনবি, এফবিআই স্টাফ-অ্যাডমিনিস্ট্রেটিভ স্পেশালিস্ট,রবার্ট জে ক্যামেরন, এফবিআই অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাশে, ঢাকা,মোহাম্মদ আমিনুল ইসলাম, পুলিশ লিয়াজোঁ অফিসার, মার্কিন দূতাবাস ঢাকা,এছাড়াও এটিইউ’র বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল (পিপিএম) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

