![]() |
ভোলা চরফ্যাশনে ৪৫ জামায়াত নেতাকর্মীর বিএনপিতে যোগদান |
গিয়াস উদ্দিন, চরফ্যাশন:
ভোলা চরফ্যাশনের দুলারহাট থানা ও আহম্মেদপুর ইউনিয়নের জামায়াতের সাবেক আমির সহ ৪৫ জন নেতাকর্মী সাবেক এমপি নাজিম উদ্দীন আলম এর হাত ধরে বিএনপিতে যোগদান করেছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় চরফ্যাশনের নাজিম উদ্দীন আলমের বাসভবনে আনুষ্ঠানিকভাবে তাদের ফুলের মালা পরিয়ে দলের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়।
যোগদান অনুষ্ঠানে নেতৃত্ব দেন আহম্মেদপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ও দুলারহাট থানা শাখার বায়তুলমাল মাওলানা ওমর ফারুক। তিনি বলেন, “চরফ্যাশন দুলারহাট থানা এলাকায় জামায়াতের কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট ছিলাম না। বিএনপির কার্যক্রম গ্রহণযোগ্য মনে হওয়ায় আমিসহ ৪৫ জন নেতাকর্মী সাবেক এমপির হাত ধরে বিএনপিতে যোগদান করেছি। দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা সবসময় বিএনপির সঙ্গে থাকব।”
সাবেক এমপি নাজিম উদ্দীন আলম যোগদানকারী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “বিএনপির কার্যক্রমে আস্থা রেখে এবং গণতন্ত্রের পক্ষে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। এই যোগদান বিএনপিকে আরও শক্তিশালী করবে এবং আগামী নির্বাচনে বিজয়ের পথ সুগম করবে।”
এই ঘটনায় চরফ্যাশনে বিএনপির রাজনৈতিক উপস্থিতি শক্তিশালী হয়েছে এবং স্থানীয় পর্যায়ে দলের কার্যক্রমে নতুন উদ্যম সৃষ্টি হয়েছে।