![]() |
রাঙ্গামাটিতে অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূরের বিদায় সংবর্ধনা |
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) নাদিরা নূর এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বিদায়ী পুলিশ কর্মকর্তার কর্মজীবনের নানা সাফল্য তুলে ধরে বলেন, নাদিরা নূর সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, যা জেলা পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করেছে।
পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন তাঁর বক্তব্যে নাদিরা নূরের কর্মতৎপরতার প্রশংসা করেন এবং ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান। অনুষ্ঠান শেষে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তাকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
আবেগাপ্লুত বিদায়ী কর্মকর্তা নাদিরা নূর বলেন, “রাঙ্গামাটিতে আমার কর্মজীবনের সময়টি অত্যন্ত স্মরণীয় ও অভিজ্ঞতায় ভরপুর। দায়িত্ব পালন করতে গিয়ে আমি সহকর্মীদের অকুণ্ঠ সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি। জেলা পুলিশের প্রতিটি সদস্য আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, যা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। রাঙ্গামাটির মানুষ, প্রাকৃতিক সৌন্দর্য এবং কর্মপরিবেশ আমার স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকবে। আমি বিশ্বাস করি, আপনারা আগামীতেও রাঙ্গামাটি জেলা পুলিশকে সাফল্যের শীর্ষে পৌঁছে দেবেন।”