প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে বাসে ঘুম, ঢাকায় পৌঁছে বিপদে ১০ম শ্রেণির ছাত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৫, ২০২৫

প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে বাসে ঘুম, ঢাকায় পৌঁছে বিপদে ১০ম শ্রেণির ছাত্রী

প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে বাসে ঘুম, ঢাকায় পৌঁছে বিপদে ১০ম শ্রেণির ছাত্রী
প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে বাসে ঘুম, ঢাকায় পৌঁছে বিপদে ১০ম শ্রেণির ছাত্রী


মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

রংপুরে প্রেমিকের সঙ্গে দেখা করতে হবিগঞ্জ থেকে বাসে উঠেছিল দশম শ্রেণির এক ছাত্রী। কিন্তু যাত্রাপথে বাসে ঘুমিয়ে পড়ায় নির্ধারিত স্থানে নামতে পারেনি সে। ফলে গন্তব্যের বদলে পৌঁছে যায় ঢাকার মহাখালীতে। গভীর রাতে একাকী বিপাকে পড়লেও শেষ পর্যন্ত অন্য যাত্রীর সচেতনতা ও জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সহায়তায় উদ্ধার হয় কিশোরীটি।


বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, হবিগঞ্জের ওই কিশোরী পরিবারকে না জানিয়ে রংপুরগামী এনা পরিবহনের বাসে যাত্রা করে। পরিকল্পনা ছিল গাজীপুর নেমে সেখান থেকে অন্য বাসে রংপুর যাওয়া। তবে বাসে ঘুমিয়ে পড়ায় গাজীপুরে নামতে পারেনি সে। পরে রাত গভীর হলে বাসটি পৌঁছে যায় ঢাকার মহাখালী টার্মিনালে।


সব যাত্রী নেমে গেলেও কিশোরী বাসে থেকে যায়। একপর্যায়ে বাস স্টাফরা তাকে নানা প্রশ্ন করতে থাকলে সন্দেহ হয় অন্য এক যাত্রীর। রাত ৩টার দিকে তিনি জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে কিশোরীর নিরাপত্তাহীনতার আশঙ্কার কথা জানান।


খবর পেয়ে ৯৯৯-এর কলটেকার কনস্টেবল সালমান দ্রুত তেজগাঁও শিল্পাঞ্চল থানায় যোগাযোগ করেন। এরপর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।


পরে পুলিশ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে। কিশোরীর অভিভাবকরা ঢাকায় আসার পর তাকে তাদের কাছে হস্তান্তর করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।



Post Top Ad

Responsive Ads Here