জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে ৫২ জনের মধ্যে ৫১ জনের জিপিএ–৫ অর্জন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে ৫২ জনের মধ্যে ৫১ জনের জিপিএ–৫ অর্জন

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে ৫২ জনের মধ্যে ৫১ জনের জিপিএ–৫ অর্জন
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে ৫২ জনের মধ্যে ৫১ জনের জিপিএ–৫ অর্জন

 


নিরেন দাস, জয়পুরহাট:

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ অর্জন করেছে শতভাগ পাসের সাফল্য। প্রতিষ্ঠানটির ৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে, এর মধ্যে ৫১ জন পেয়েছে জিপিএ–৫ এবং একজন শিক্ষার্থী অর্জন করেছে জিপিএ–৪.৮৩।


বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে কলেজ কর্তৃপক্ষের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলেজের সব পরীক্ষার্থীই বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করেছিল এবং তারা ধারাবাহিকভাবে উৎকৃষ্ট ফলাফল ধরে রেখেছে।


২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের এটি ১৫তম ব্যাচ, যারা আগের ব্যাচগুলোর মতোই আশাব্যঞ্জক ফলাফল অর্জন করেছে। কলেজটি শুরু থেকেই রাজশাহী বোর্ডের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এবং এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে।


কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ আরিফুল হক বলেন, “জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ সর্বদা শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ ও চরিত্র গঠনে গুরুত্ব দিয়ে থাকে। এবারের ফলাফল সেই পরিশ্রম ও শৃঙ্খলারই প্রতিফলন। আমরা ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য কাজ করে যাব।”



Post Top Ad

Responsive Ads Here