সেফ এক্সিট চাই না, নির্বাচন পরবর্তী এদেশেই থাকতে চাই: ধর্ম উপদেষ্টা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ১২, ২০২৫

সেফ এক্সিট চাই না, নির্বাচন পরবর্তী এদেশেই থাকতে চাই: ধর্ম উপদেষ্টা

 

সেফ এক্সিট চাই না, নির্বাচন পরবর্তী এদেশেই থাকতে চাই: ধর্ম উপদেষ্টা
সেফ এক্সিট চাই না, নির্বাচন পরবর্তী এদেশেই থাকতে চাই: ধর্ম উপদেষ্টা

মো. নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

অন্তর্র্বতীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “আমরা সেফ এক্সিট চাই না, স্বাভাবিক এক্সিট নিয়েই নির্বাচন পরবর্তী এদেশে থাকতে চাই।”


শনিবার (১১ অক্টোবর) রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের আয়োজিত সম্প্রীতি সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


ধর্ম উপদেষ্টা আরও বলেন,“আগামী নির্বাচন যথাসময়ে ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচন সংক্রান্ত যাবতীয় বিষয়ে নির্বাচন কমিশনই কাজ করছে।” -এসময় তিনি সকল ধর্ম-বর্ণের মানুষের মধ্যে সম্প্রীতি ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান।


সমাবেশে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা হাজী শরীয়ত উল্লাহ, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবু বক্কর সিদ্দিক।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাদেক হোসেন, রাঙামাটি জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ মারুফ, এবং জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।


সভায় রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা মসজিদ, মন্দির, বিহারসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



Post Top Ad

Responsive Ads Here