চট্টগ্রাম-রামগড় সীমান্তে বিজিবির ছোট ফরিংগা বিওপি উদ্বোধন
মোঃ নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন ও ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের মধ্যে সীমান্ত এলাকা আরও নিরাপদ করতে এবং অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর ছোট ফরিংগা বিওপি উদ্বোধন করা হয়েছে।
০৫ অক্টোবর সকালে উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবি চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, পিবিজিএম, পিএসসি আনুষ্ঠানিক পতাকা উত্তোলন ও নামফলক উন্মোচনের মাধ্যমে নবনির্মিত ১২তম ছোট ফরিংগা বিওপি'র শুভ উদ্বোধন করেন। পরে তিনি বিওপিতে বৃক্ষরোপণ করেন, সৈনিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিওপির বিভিন্ন স্থাপনা ও এলাকা পরিদর্শন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবি গুইমারা সেক্টরের সেক্টর কমান্ডার, রামগড় ব্যাটালিয়নের অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তা ও পদবীর সৈনিকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ বলেন, "সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি রামগড় ব্যাটালিয়ন সীমান্তের নিরাপত্তা এবং স্থানীয় জনগণের আস্থার প্রতীক। করেরহাট ও দাঁতমারা ইউনিয়নের মধ্যবর্তী এলাকা পূর্বে অনেক দূরত্বে থাকায় অপারেশনাল কার্যক্রম পরিচালনা কষ্টসাধ্য ছিল। তাই ছোট ফরিংগা বিওপি স্থাপন অত্যন্ত জরুরি।"
তিনি আরও বলেন, "নতুন বিওপির মাধ্যমে পার্শ্ববর্তী বিওপিসমূহের দূরত্ব কমবে, রামগড় ব্যাটালিয়নের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি পাবে। এটি সীমান্ত সুরক্ষা, মাদক ও অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধ এবং চোরাচালানসহ সকল ধরণের আন্তঃসীমান্ত অপরাধ দমনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
নতুন ছোট ফরিংগা বিওপি স্থাপনের ফলে সীমান্ত এলাকা আরও সচল ও নিরাপদ হবে এবং রামগড় ব্যাটালিয়নের কার্যক্রমের মান উন্নত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।