ঢাবিতে ভর্তিচ্ছু ফরিদপুরের শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছেন ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক জসিম - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ০৫, ২০২৫

ঢাবিতে ভর্তিচ্ছু ফরিদপুরের শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছেন ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক জসিম

 

ঢাবিতে ভর্তিচ্ছু ফরিদপুরের শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছেন ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক জসিম
ঢাবিতে ভর্তিচ্ছু ফরিদপুরের শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছেন ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক জসিম

কবির হোসাইন, সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তিচ্ছু ফরিদপুর জেলার শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে আবাসন ও কোচিংয়ের ব্যবস্থা করার উদ্যোগ নিতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন খান।


তিনি জানান, ঢাবিতে ফরিদপুর অঞ্চলের শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ঢাবির বাস সার্ভিস ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত সম্প্রসারণের প্রস্তাব রাখবেন তিনি, যাতে এ অঞ্চলের শিক্ষার্থীরা সহজে যাতায়াত করতে পারেন। এ বিষয়ে বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে উদ্যোগটি বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।


শনিবার (৪ অক্টোবর) রাত ৮টায় সদরপুর সাংবাদিক ফোরাম কার্যালয়ে সদরপুরের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন দৈনিক ভোরের ডাক-এর সদরপুর প্রতিনিধি আবুল বাসার মিয়া।


মতবিনিময় অনুষ্ঠানে জসিম উদ্দিন খান বলেন, “ঢাবিতে এখন যোগ্যতার ভিত্তিতে হলে সিট বরাদ্দ দেওয়া হচ্ছে। ক্যান্টিনে খাবারের মান উন্নত করা হয়েছে, ফ্রিজ ও ঠান্ডা পানির ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের জোর করে মিছিলে নেওয়া বন্ধ হয়েছে, র‍্যাগিংও বন্ধ হয়েছে। খুব শিগগির প্রতিটি হলের রিডিং রুমে এসির ব্যবস্থা করা হবে। আমরা পাঁচ মাসের মধ্যে শিক্ষার্থীদের দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করব।”


জানা যায়, জসিম উদ্দিন খান ২০২৪ সালের জুলাই মাসে শেখ হাসিনার সরকার পতনের আন্দোলনের সময় ঢাকার রামপুরায় বাম চোখে গুলিবিদ্ধ হন। সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে তিনি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে (ব্যালট নং ৪) প্রতিদ্বন্দ্বিতা করে ৯ হাজারেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হন।


তিনি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের আদমপুর গ্রামের আহম্মদ আলী খানের ছেলে।


মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন—বাংলা টিভির মো. নুরুল ইসলাম, দৈনিক ইনকিলাব-এর কবির হোসাইন, দৈনিক এই বাংলা-র মুফতি জাকির হোসাইন ফরিদী, দৈনিক আমাদের সময়-এর প্রভাত কুমার সাহা, দৈনিক আজকের খবর-এর বিল্লাল হোসেন টিটু, দৈনিক ঢাকা টাইমস-এর এস এম মামুন, মিজানুর রহমান, সালাহ উদ্দিন, সিরাজুল ইসলাম, এবং ঢাবির এফ রহমান হলের শিক্ষার্থী দিদার হাবীবসহ আরও অনেকে।



Post Top Ad

Responsive Ads Here