সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ০৫, ২০২৫

সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

 

সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত


কবির হোসাইন,সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা:

ফরিদপুরের সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫।


“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টা”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় সদরপুর উপজেলা বিশ্ব শিক্ষক দিবস উদ্‌যাপন কমিটির আয়োজনে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. মোজাম্মেল হোসেন, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা।


আলোচনা সভার আগে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে সদরপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। র‍্যালিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক-শিক্ষিকা, সরকারি কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।


আলোচনা সভায় অংশগ্রহণকারী শিক্ষকরা সরকারি ও বেসরকারি শিক্ষকদের বেতন বৈষম্য, সুবিধার পার্থক্য, এবং গ্রেডিং সমস্যার বিষয়ে বক্তব্য রাখেন।


প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জাকিয়া সুলতানা বলেন, “শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। তাদের দাবি-দাওয়ার অনেক বিষয়ই যৌক্তিক। সরকারি ও বেসরকারি শিক্ষকদের মধ্যে সুযোগ–সুবিধার পার্থক্য কমিয়ে আনা প্রয়োজন। আপনাদের দাবিগুলো সঠিক চ্যানেলে ও যথাযথ ফোরামে উপস্থাপন করলে নিশ্চয়ই এর সমাধান আসবে।”


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান,সহকারী শিক্ষা কর্মকর্তা ঝিল্লুর রহমান ও রুপা ঘোষ।


এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


অন্যদিকে, দুপুর সাড়ে ১২টায় সদরপুর শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে পৃথক র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আব্দুস সাত্তার এবং সাধারণ সম্পাদক মাসুদুর রহমানের নেতৃত্বে এই কর্মসূচিতে সংগঠনের শতাধিক শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেন।




Post Top Ad

Responsive Ads Here