বোয়ালমারীতে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি, আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ০৫, ২০২৫

বোয়ালমারীতে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি, আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত

 

বোয়ালমারীতে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি, আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত



আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চারজন গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়।


এ বছরের সম্মাননাপ্রাপ্ত শিক্ষকরা হলেন: তহমিনা খানম, ইংরেজি শিক্ষক, আল হাসান মহিলা মাদ্রাসা,আব্দুল্লাহ আল মামুন রনী, গণিত শিক্ষক, খরসূতি চন্দ্র কিশোর বহুমুখী উচ্চ বিদ্যালয় (এবং দৈনিক খোলা কাগজের বোয়ালমারী প্রতিনিধি), ডলি রানী পাল, সহকারী শিক্ষক, বাহিরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়,এম এম মনিরুজ্জামান, প্রধান শিক্ষক, রূপাপাত সরকারি প্রাথমিক বিদ্যালয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমাদের অনেক দূর যেতে হবে। আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষা অনেক দূর এগিয়ে যাবে। জেনেশুনে দায়িত্ব নিয়েছেন, এখন সেটি যথাযথভাবে পালন করতে হবে। শিক্ষকদের দায়িত্ব শুধু পাঠদান নয়, শেখানোর নতুন পদ্ধতি উদ্ভাবন করাও জরুরি। টিকটকে সময় নষ্ট না করে ইউটিউব থেকে শেখার মাধ্যমে ফিজিক্স, কেমিস্ট্রি বা অন্য যে কোনো বিষয়কে কীভাবে ইন্টারেস্টিং করা যায়, তা শেখা প্রয়োজন।”


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দীন,সঞ্চালনা করেন এয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ওবায়দুর রহমান।


এ সময় উপস্থিত ছিলেন—কাদিরদী কলেজের অধ্যক্ষ নুরুজ্জামান মোল্যা,শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন,কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. হোসনে আরা,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আবু আহাদ মিয়া,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আয়েশা খাতুন,বোয়ালমারী জর্জ একাডেমির প্রধান শিক্ষক আ. আজিজ মোল্যা,হাটখোলারচর মোহাম্মাদীয়া দাখিল মাদ্রাসার সুপার মো. আবু জাফর সিদ্দিকী প্রমুখ।


অনুষ্ঠান ঘিরে উপজেলা পরিষদ চত্বরে ছিল উৎসবমুখর পরিবেশ। একই গেঞ্জি ও ক্যাপ পরিধান করে উপজেলার বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ প্রায় দুই শতাধিক শিক্ষক অংশ নেন র‍্যালি ও অনুষ্ঠানে।



Post Top Ad

Responsive Ads Here