বোয়ালমারীতে ইসলামি ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলসহ ৪ দফা দাবিতে মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ০৬, ২০২৫

বোয়ালমারীতে ইসলামি ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলসহ ৪ দফা দাবিতে মানববন্ধন

 

বোয়ালমারীতে ইসলামি ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলসহ ৪ দফা দাবিতে মানববন্ধন

বোয়ালমারী, প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে ইসলামি ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে ইসলামি ব্যাংকসহ দেশের ব্যাংক খাতে এস আলম গ্রুপের ‘অবৈধ নিয়োগ ও একচ্ছত্র দখলদারিত্ব’ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৬ অক্টোবর) সকালে উপজেলার প্রাণকেন্দ্র চৌরাস্তাস্থ ইসলামি ব্যাংক বোয়ালমারী শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি ব্যাংক গ্রাহক ফোরামের সভাপতি কৃষিবিদ মাতিনুর রহমান মিয়া।মানববন্ধনে বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদ-এর সদস্যরাও অংশ নেন।


বক্তারা ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামি ব্যাংকে এস আলম গ্রুপের প্রভাবে দেওয়া অবৈধ নিয়োগ বাতিলের দাবি জানান। পাশাপাশি তাঁরা সারাদেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের আহ্বান জানান।


মানববন্ধনে বক্তারা নিম্নলিখিত চার দফা দাবি উপস্থাপন করেন—এস আলম গ্রুপের প্রভাবে দেওয়া সকল অবৈধ নিয়োগ বাতিল,মেধাভিত্তিক ও স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া বাস্তবায়ন,বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনা,জব্দকৃত সম্পদের মাধ্যমে গ্রাহকদের দায়–দেনা সমন্বয়।


মানববন্ধনে বক্তব্য রাখেন—ইসলামি ব্যাংকের গ্রাহক ও পৌর জামায়াতে ইসলামীর আমীর সৈয়দ নিয়ামুল হাসান,পৌর সেক্রেটারি মাওলানা হাফেজ সাজ্জাদ আলী,বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট কোরবান আলী,ইসলামি ব্যাংক গ্রাহক ফোরামের সভাপতি কৃষিবিদ মাতিনুর রহমান মিয়া,সামাজিক সংগঠন ব্লাড ব্যাংক প্রতিষ্ঠাতা মুশফিকুর রহমান,বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদের সদস্য ইমরান হুসাইন, আব্দুর রাজ্জাক ও ওহিদুজ্জামান আলমগীর হোসেন প্রমুখ।


বক্তারা অভিযোগ করেন, এস আলম গ্রুপ ইসলামি ব্যাংক দখলের পর ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত চট্টগ্রামের পটিয়া এলাকার লোকজনকে অযোগ্যভাবে নিয়োগ দিয়েছেন।এর ফলে ব্যাংকের সেবার মান ও প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়েছে।


তাঁরা দাবি করেন, “এসব নিয়োগপ্রাপ্তদের অধিকাংশ গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং পেশাদার সেবা দিতে অক্ষম।”


বক্তারা অবিলম্বে অবৈধ নিয়োগ বাতিল, মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত, এবং বিদেশে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার দাবি জানান।


Post Top Ad

Responsive Ads Here