তরুণদের কাছে নবীজির (সা.) অনুকরণীয় জীবনাদর্শ তুলে ধরতে হবে - বাণিজ্য উপদেষ্টা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ০২, ২০২৫

তরুণদের কাছে নবীজির (সা.) অনুকরণীয় জীবনাদর্শ তুলে ধরতে হবে - বাণিজ্য উপদেষ্টা

তরুণদের কাছে নবীজির (সা.) অনুকরণীয় জীবনাদর্শ তুলে ধরতে হবে - বাণিজ্য উপদেষ্টা

 


মো:নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

ধানমন্ডির মসজিদ উত-তাকওয়া সোসাইটির উদ্যোগে তিনদিন ব্যাপী সীরাত আয়োজন ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন মানবজাতির জন্য অনুপম আদর্শ। তিনি ছিলেন দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, কিন্তু তার জীবন ছিল অত্যন্ত সাধারণ।


১ অক্টোবর, বুধবার দুপুরে  বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন  তরুণ প্রজন্মকে নবীজির জীবনদর্শন বোঝাতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “নতুন প্রজন্ম বইপত্র পড়ে নবীজির জীবনী জানে। এই প্রদর্শনীর মাধ্যমে আমরা চাই তারা কল্পনা নয়, বাস্তব জীবন দেখে নবীজির অনন্য জীবন ও নৈতিকতা উপলব্ধি করুক।”


তিনি মসজিদ উত-তাকওয়া সোসাইটির এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “এটি তরুণদের নৈতিকতা, সততা ও মানবিকতায় সমৃদ্ধ করার এক উজ্জ্বল দৃষ্টান্ত। নবীজির জীবন অধ্যয়ন ও শিক্ষাকে জীবনে বাস্তবায়নের আহ্বান জানাই।”


উদ্বোধনী অনুষ্ঠানে মসজিদ উত-তাকওয়া সোসাইটির চতুর্থ তলায় নবীজির (সা.) জীবনভিত্তিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে মাটির ঘর, তৈজসপত্র, পানি রাখার মসক, খেঁজুর পাতার ছাওনি, খাট ও প্রিয় খাবারের সামগ্রীসহ নবীজির যাপিত জীবনকে প্রদর্শন করা হচ্ছে।


তিনদিনব্যাপী সীরাত আয়োজনের অন্যান্য কার্যক্রমে রয়েছে: সীরাত বই প্রদর্শনী, সীরাত আলোচনা, নাশিদ সন্ধ্যা, শিশুতোষ আলোচনা, নারীদের জন্য বিশেষ হালাকা, নবীজির সুবাস, রং তুলিতে নবীজির শহর, ফুড অফ প্রফেট (সা.), বায়োগ্রাফি অফ প্রফেট (সা.) এবং থ্রিডি এনিমেশন শো। অনুষ্ঠানটি ১-৩ অক্টোবর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। নারীদের জন্য প্রদর্শনীতে প্রবেশ সকাল বাদ জোহর থেকে আসর পর্যন্ত উন্মুক্ত।


উদ্বোধনী অনুষ্ঠানে মসজিদ উত-তাকওয়া সোসাইটির খতিব সাইফুল ইসলাম, ডাঃ এম এ আজিজ, হাসান সহিদ সিদ্দিকী, তাজুল ইসলাম ঢালী, জি এম ফারুক, রিয়াজ আহমেদ সফিউল্লাহ, প্রফেসর মোজাম্মেল হক, মামুন উর রশিদ পারভেজসহ অন্যান্য মুসল্লিরা উপস্থিত ছিলেন। পরে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন নবীজির জীবনভিত্তিক বইয়ের প্রদর্শনী ঘুরে দেখেন।



Post Top Ad

Responsive Ads Here