ইসলাম প্রতিষ্ঠায় ত্যাগ অপরিহার্য: সালথায় আল্লামা শাহ্ আকরাম আলী
শরিফুল হাসান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে আয়োজিত জনশক্তি সম্মেলনে বক্তারা বলেছেন, ইসলাম প্রতিষ্ঠায় ত্যাগ ও কোরবানির কোনো বিকল্প নেই।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শাইখুল হাদিস আল্লামা শাহ্ আকরাম আলী। তিনি বলেন, “আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সবার ত্যাগ ও কোরবানির মানসিকতা থাকতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন ইসলামী জীবনের মৌলিক দাবি, যা দ্রুত কার্যকর করা প্রয়োজন।”
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা মুহাম্মদ আবুল হাসান। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুফতি সাইফুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ এজাজুল হক ও প্রশিক্ষণ সম্পাদক মুফতি জুবায়ের।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় খেলাফত যুব মজলিসের সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি শারাফাত হোসেন, ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হুসাইন এবং সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান মোল্লা।
এছাড়া কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। তাঁদের মধ্যে ছিলেন মোল্লা মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা ফরহাদ মিয়া, মুফতি আবু নাসির আইয়ুবী, মুফতি ইমদাদ বিন সায়েনুদ্দীন, মুফতি মফিজুর রহমান, মুফতি আসাদুজ্জামান কাসেমী, মোল্লা রুহুল আমীন, মুহাম্মদ শফিকুল ইসলাম, মুহাম্মদ নাসির খান ও মুহাম্মদ আকিদুল ইসলাম।
সম্মেলনে বক্তারা জুলাই সনদের দ্রুত বাস্তবায়নের দাবি জানান এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।