![]() |
মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার |
স্টাফ রিপোর্টার, নাজমুল হোসেন ইমন:
কক্সবাজারের মহেশখালীতে বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিদেশি কার্তুজসহ তিন কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে কোস্টগার্ড।
১ অক্টোবর, বুধবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন মহেশখালী একটি অভিযান পরিচালনা করে। মহেশখালী থানার কেরুনতলী সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ ক্রয়-বিক্রয়ের সময় তাদের আটক করা হয়।
অভিযানে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, রাইফেলের ৫ রাউন্ড তাজা গুলি এবং শটগানের জন্য ব্যবহৃত ২৫ রাউন্ড বিদেশি কার্তুজ জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”