৩৫ বছরের সাংবাদিকতায় সম্মানিত আলমগীর কবির - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০২৫

৩৫ বছরের সাংবাদিকতায় সম্মানিত আলমগীর কবির

৩৫ বছরের সাংবাদিকতায় সম্মানিত আলমগীর কবির
৩৫ বছরের সাংবাদিকতায় সম্মানিত আলমগীর কবির



আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :

পেশাগত জীবনে সততা, বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষ সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে সম্মাননাপত্র পেয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর কবির। দীর্ঘ ৩৫ বছর সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এই সম্মাননা প্রদান করা হয়।


বৃহস্পতিবার সকালে দৈনিক ফরিদপুর পত্রিকার প্রধান কার্যালয়ে আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণসভা ও গুণী সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে তার হাতে সম্মাননাপত্র তুলে দেওয়া হয়।


অনুষ্ঠানে উপস্থিত থেকে মো. আলমগীর কবিরের হাতে সম্মাননা সনদ প্রদান করেন ফরিদপুর বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এ. কে. এম আকিদুল ইসলাম এবং ফরিদপুর সংবাদপত্র সম্পাদক পরিষদ ও ফরিদপুর পৌর নাগরিক সমিতির সভাপতি সাঈদ আলী হোসেন নান্নু।


দীর্ঘ সাড়ে তিন দশকের সাংবাদিকতা জীবনে মো. আলমগীর কবির সাপ্তাহিক চন্দনা, দৈনিক গণসংহতি ও দৈনিক খবরসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জনপ্রিয় দৈনিক মানবজমিন, দৈনিক নতুন সময় এবং দৈনিক ফরিদপুর পত্রিকায় কর্মরত আছেন।


সম্মাননা প্রদান অনুষ্ঠানে ফরিদপুর জেলা ও উপজেলা পর্যায়ের আরও বেশ কয়েকজন গুণী সাংবাদিককে সম্মাননাপত্র প্রদান করা হয়। এ সময় স্থানীয় সুধীজন এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


দীর্ঘদিনের সাংবাদিকতা জীবনের এই স্বীকৃতি পেয়ে মো. আলমগীর কবির আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের পক্ষে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।



Post Top Ad

Responsive Ads Here