![]() |
| অসুস্থ ও প্রতিবন্ধী দুই শিশু সড়কের পাশে ফেলে গেছে বাবা-মা |
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
কনকনে শীতের এক রাত, জনমানবহীন সড়কের পাশে অসুস্থ ও প্রতিবন্ধী দুই শিশুকে পরিত্যক্ত অবস্থায় ফেলে গেছে তাদের বাবা-মা। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। চার বছর বয়সী বড় বোন আয়শা তার প্রতিবন্ধী ছোট ভাই মোরশেদকে জড়িয়ে রেখে শীতে ঠান্ডা আর ভয় কাটানোর চেষ্টা করছিল।
আয়শা জানিয়েছে, তাদের বাবা-মা তাদের ওই স্থানে রেখে চলে গেছে, স্থানীয়দের নজরে এলে হাজিগাঁও ঝিওরি গ্রামের সিএনজি চালক মহিম উদ্দিন শিশুটিকে বাড়িতে নিয়ে আসেন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করেন।
মহিম উদ্দিন ও তার স্ত্রী শারমিন আক্তার জানিয়েছেন, দুই শিশুই অসুস্থ এবং ছোটটি প্রতিবন্ধী। রাতে তাদের গোসল করিয়ে খাবার খাওয়ানো হয় এবং বর্তমানে তারা কথা বলার মতো অবস্থায় রয়েছে। তারা ধারণা করছেন, অসুস্থতার কারণে বাবা-মা এমন কাণ্ড ঘটিয়েছেন।
আনোয়ারা থানার সাব-ইন্সপেক্টর মোমেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তথ্য সংশ্লিষ্ট থানায় প্রেরণ করেছেন। উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বলেন, উদ্ধার হওয়া দুই শিশুকে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সেভ হোমে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ ঘটনায় পুলিশ প্রশাসন ও সমাজসেবা সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।

