সম্মাননা পাওয়ায় আলফাডাঙ্গা প্রেসক্লাব সভাপতির বর্ণাঢ্য সংবর্ধনা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫

সম্মাননা পাওয়ায় আলফাডাঙ্গা প্রেসক্লাব সভাপতির বর্ণাঢ্য সংবর্ধনা

সম্মাননা পাওয়ায় আলফাডাঙ্গা প্রেসক্লাব সভাপতির বর্ণাঢ্য সংবর্ধনা
সম্মাননা পাওয়ায় আলফাডাঙ্গা প্রেসক্লাব সভাপতির বর্ণাঢ্য সংবর্ধনা

 


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

সততা, স্বচ্ছতা ও নিরপেক্ষতার ধারাবাহিকতা রক্ষায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের স্বীকৃতিস্বরূপ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবিরকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। 


সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।


গত ২৫ ডিসেম্বর ফরিদপুর বিভাগীয় প্রেসক্লাব ও ফরিদপুর সংবাদপত্র সম্পাদক পরিষদের উদ্যোগে সম্মাননা পত্র প্রাপ্তি উপলক্ষে প্রেসক্লাবের সহকর্মীরা আলমগীর কবিরের এই কৃতিত্ব উদযাপন করেন।


অনুষ্ঠানে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত শামীম সঞ্চালনা করেন। বক্তৃতা করেন যুগ্ম সাধারণ সম্পাদক শাহারিয়ার হোসেন, অর্থ সম্পাদক মিয়া রাকিবুল, দপ্তর সম্পাদক মামুন শেখ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, সদস্য ওবায়দুর রহমান, কাজী জসিমউদ্দীন কাকুল, জাহিদুল হক মোল্যা এবং মো. ইমরান মোল্যা প্রমুখ।


বক্তারা বলেন, আলমগীর কবিরের অর্জন শুধুমাত্র ব্যক্তিগত সাফল্য নয়, এটি আলফাডাঙ্গা উপজেলার সাংবাদিক সমাজের গর্ব। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব ও সমাজ-রাষ্ট্রের জন্য অপরিহার্য ভূমিকা এই সম্মাননা প্রাপ্তির মাধ্যমে প্রমাণিত হলো। তারা তাঁর দীর্ঘায়ু ও পেশাগত জীবনের সফলতা কামনা করেন।


সংবর্ধনা শেষে অতিথিরা আলমগীর কবিরের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

Post Top Ad

Responsive Ads Here