![]() |
| আমতলীতে স্বতন্ত্র প্রার্থী মো. মশিউর রহমান আকনের মনোনয়নপত্র দাখিল |
আমতলী (বরগুনা) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. মশিউর রহমান আকন আজ বিকেল ৫টার মধ্যে আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।
মো. মশিউর রহমান আকন বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। মনোনয়নপত্র দাখিলের বিষয়টি আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী নিশ্চিত করেছেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাড়িয়ে আগামী নির্বাচনে তিনি এলাকার জনগণের কাছে নিজের দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা তুলে ধরার প্রস্তুতি নিচ্ছেন।
-29%20December.jpg)
