চবি ছাত্রশিবিরের নতুন কমিটি: সভাপতি রনি, সেক্রেটারি পারভেজ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫

চবি ছাত্রশিবিরের নতুন কমিটি: সভাপতি রনি, সেক্রেটারি পারভেজ

 

চবি ছাত্রশিবিরের নতুন কমিটি: সভাপতি রনি, সেক্রেটারি পারভেজ
চবি ছাত্রশিবিরের নতুন কমিটি: সভাপতি রনি, সেক্রেটারি পারভেজ


মো:নাজমুল হোসেন ইমন,স্টাফ রিপোর্টার :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি মো. ইব্রাহিম হোসেন রনি এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ পারভেজ।


সোমবার (২৯ ডিসেম্বর) চট্টগ্রাম নগরের একটি মিলনায়তনে আয়োজিত জরুরি সদস্য সমাবেশে শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৬ সেশনের জন্য এ কমিটি নির্বাচিত হয়।


সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন চবি শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মো. ইসহাক ভূঁইয়া।


সদস্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মাদরাসা কার্যক্রম সম্পাদক আলাউদ্দিন আবির, চবি শাখার সাবেক সভাপতি আব্দুল্লাহ গালিব, শরিফ উদ্দিন পাটোয়ারী, এস এম আমজাদ হোসাইনসহ সংগঠনের কেন্দ্রীয় ও শাখা পর্যায়ের নেতৃবৃন্দ।


উল্লেখ্য, নবনির্বাচিত সভাপতি মো. ইব্রাহিম হোসেন রনি এর আগে চট্টগ্রাম মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। অপরদিকে সেক্রেটারি মোহাম্মদ পারভেজ দীর্ঘদিন ধরে চবি শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক দায়িত্বে সক্রিয় ছিলেন।



Post Top Ad

Responsive Ads Here