![]() |
| আটরশি দরবারে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল |
সদরপুর উপজেলা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবার শরীফে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় সদরপুর উপজেলার আটরশি দরবার শরীফ জামে মসজিদ প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়। আটরশির পীর হযরত শাহ্ সূফী খাজাবাবা ফরিদপুরী (কূঃছেঃআঃ) ছাহেবের স্থলাভিষিক্ত পীরজাদা আলহাজ্ব হযরত খাজা মাহফুজুল হক মোজাদ্দেদী মিয়া ভাইজান ছাহেবের নির্দেশনায় এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দরবার শরীফের জাকেরান, আশেকান, ভক্তবৃন্দ, খাদেমসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ ও ফাতেহা পাঠ শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তাঁর জীবনের সব ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানানো হয়।
মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
দরবার শরীফের পক্ষ থেকে জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি ছিলেন আপোষহীন। তাঁর ইন্তেকালে দেশ একজন প্রবীণ ও প্রভাবশালী রাজনৈতিক নেত্রীকে হারিয়েছে। এই দোয়া মাহফিলের মাধ্যমে তাঁর আত্মার চিরশান্তি কামনা করা হয়েছে।

